কুড়িগ্রাম শহরের ব্যাপারী পাড়া এলাকার একটি পুকুর থেকে হাসান আলী (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীরা ওই যুবকের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত হাসান আলী সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, গত ১৫ ডিসেম্বর থেকে হাসান আলীকে পাওয়া যাচ্ছিল না। সে প্রকৃতপক্ষে একজন মৃগী রোগী ছিল। ঘটনার দিন দুপুরে পৌর এলাকার ব্যাপারী পাড়ার বাসিন্দা সাবেক পৌর চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পুকুরে একটির লাশ ভাসতে দেখে এলাকাবাসীরা। পরে এলাকাবাসীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
চেয়ারম্যান বলেন, মৃত হাসান আলীকে শারীরিক সমস্যার কারণে সমাজসেবা থেকে প্রতিবন্ধী ভাতা কার্ডও করে দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে কোন এক সময়ে পুকুরে পরে গিয়ে সে মারা গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি মৃগী রোগী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর