জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (হাবিপ্রবি) এর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন পালন করেছে সংগঠনটি।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিপ্রবির প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন পালন করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের শিক্ষকরা।
গণতান্ত্রিক শিক্ষক পরিষদের মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করে হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও দোষীদের শাস্তি নিশ্চিত করার আহবান জানান।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি ড. ফাহিমা খানম, সহসভাপতি প্রফেসর ড.মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রফেসর ড. শ্রীপতি সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকি, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, প্রফেসর ড. খালেদ হোসেন, কোষাধক্ষ্য প্রফেসর ড. মফিজ উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফসর ড. ইমরান পারভেজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কর্মকর্তাবৃন্দ ও ছাত্রলীগ নেতা রাসেল আলভী, রিয়াদ, রনি, পল্লব প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন