করোনা বিস্তার রোধসহ সন্ত্রাস জঙ্গীবাদ মাদক প্রতিরোধে
বরিশালে ইমাম-খতিবদের সঙ্গে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে কোভিড সংক্রমণ বিস্তার রোধসহ সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকাসক্তি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের সাথে মতবিনিময় সভা করেছে প্রশাসন। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কাশিপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু রায়হান মো. সালেহ, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শাহীন বিন জামান, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক এ কে এম ফজলুর রহমান এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক রফিকুল্লাহ নেছারী এবং ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেনসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা চলতি শীতে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবিলা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টির জন্য ইমাম ও খতিবদের প্রতি আহবান জানান। জুমাসহ বিভিন্ন ওয়াক্তের নামাজের আগে পরে কোভিড সংক্রমণ মোকাবিলা এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে বয়ান করা জন্য তাদের প্রতি আহবান জানানো হয় সভায়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম ও খতিবদের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠানে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আল আমীন