গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ, ওজন, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় অতন্দ্র ফাউন্ডেশনের উদ্যোগে এসব পরীক্ষা করা হয়।
এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী সামছুল হক পালোয়ান ও বড় গোবিন্দপুর ব্লাড ডোনেশন ক্লাব। কার্যক্রম সৌজন্যে রুমাইছা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
এসময় উপস্থিত ছিলেন রুমাইছা জেনারেল হাসপাতালের ম্যনেজার আহসান হাবীব, সিহাব, উর্মি আক্তার, অতন্দ্র ফাউন্ডেশনের সভাপতি রাশেদ হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদস্য সুমাইয়া আক্তার, আব্দুল আউয়াল, বড় গোবিন্দপুর ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি আরিফ মাস্টার ও সাধারণ সম্পাদক আলাল সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই