আগামী ১৯ ডিসেম্বর থেকে নাটোরসহ সারা দেশে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। বৃহস্পতিবার নাটোর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।
তিনি বলেন, নাটোর জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৩ লাখ ৫৩ হাজার ৮৫২ জন শিশুকে টিকা দেওয়া হবে। ৬ সপ্তাহ ধরে এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চালু থাকবে। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
জেলায় ৩ হাজার ৯২৪টি কেন্দ্রে এসব টিকা দেওয়া হবে। ৫৪০ জন স্বাস্থ্য কর্মী ও ১৫১২ জন স্বেচ্ছাসেবক শিশুদের টিকা কার্যক্রমে অংশ নেবেন।
তিনি আরও বলেন, শুক্রবার ছাড়া প্রতিদিন সদর হাসপাতালসহ ১৯টি কেন্দ্র চালু থাকবে। এসময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রাসেল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অ্যান্ড ইমউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুব হাসান প্রমুখ স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই