মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে তাদের প্রতি সম্মান রেখে ক্রেস্ট দেওয়া হয়।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা, সংবর্ধিত অতিথিদের মধ্যে নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন ও মিজানুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে সেদিন মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন না করলে এ দেশ বাংলাদেশ হতো না। তাই দেশের সর্বস্থানে সকল দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান সকলের উপরে।
বিডি প্রতিদিন/এমআই