নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করেন চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।
আজ শনিবার সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইনে শহীদ কনেস্টেবল মনিরুল হক অডিটোরিয়ামে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে ৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় ডিআইজি আনোয়ার হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধারা অগ্রগামী ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা ইতিহাস বর্তমান সময়ে পুলিশকে ভালো কাজে অনুপ্রাণিত করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ