টাঙ্গাইলে হোমমেড ফুড প্রীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে এই প্রীতি প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রতিযোগী তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন পিঠা, ফিরন্নি পায়েস, কেক, পিজা, পুডিং, নবাবী সেমাই, রসগোল্লাহ, পেস্টি, চিকেন রোলসহ শতাধিক প্রকারের ফুড প্রর্দশনী করেন। তারা সকাল থেকেই পিঠার পসরা সাজিয়ে বসেন।
হোমমেড ফুড প্রীতি প্রতিযোগিতার আয়োজন করে টাঙ্গাইল হোম ক্রিয়েশনস ও ফ্রেন্ডস কপি কর্ণার। বিচারকের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, অধ্যাপক তরুণ ইউসুফ, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম ও ব্যবসায়ী মাসুদ রানা প্রমুখ।
শেষে বিচারক মন্ডলী ফলাফল ঘোষনা করেন। প্রীতি প্রতিযোগিতায় ৫২ নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথমস্থান অধিকার করেন মির্জা রওনক আরা লাবনী ও তাহুরা তালুকদার, ৫১ নম্বর পেয়ে দ্বিতীয় সেলিনা আক্তার কল্পনা, ৫০ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করেন ইসরাত জাহান ফারিয়া সুলতান ও শামস তাবরীজ। শীর্ষ ১০ জনের মধ্যে রয়েছেন, সামিহা বিনতে মামুন, তাজমিয়া খান রুপা, সর্মিলী খানম, শান্তা জান্নাতুল ও আখি তালুকদার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ