বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সাগর হোসেন (৪৫) নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত সাগর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বার বাজার মদনপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরতলীর ফুলদীঘি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হোসাইন (২২) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সাগর ট্রাক নিয়ে বগুড়ার ফুলদীঘিতে মালামাল নিতে আসেন। মালামাল নিয়ে হেলপারসহ তিনি মহাসড়কের পাশে ট্রাক নিয়ে নিরাপদে দাঁড়িয়েছিলেন। এমন সময় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগর ওই ট্রাক থেকে চালকের আসন ছেড়ে নিচে নামার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সাগর মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই আজিজ মন্ডল বলেন, নিহতের মরদেহ শজিমেক মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ