শিরোনাম
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
- নওগাঁয় গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে
কুড়িগ্রাম প্রতিনিধি
অনলাইন ভার্সন

কুড়িগ্রামে গত দুইদিন যাবত শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শনিবার সকাল ৯টায় জেলার রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া অফিস জানায়, জেলার তাপমাত্রা সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। অফিসটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু শুক্রবার এ তাপমাত্রা সকাল ৯টায় রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, এরকম তাপমাত্রা আপ-ডাউন চলছে। আরও কমতে পারে জেলার তাপমাত্রা। এদিকে কনকনে শীতের হিমেল ঠাণ্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। প্রায় জুুবুথুবু অবস্থা এ অঞ্চলের মানুষের। হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে চরাঞ্চল ও নদ-নদী তীরবর্তী এলাকায় হতদরিদ্র মানুষ।শ্রমজীবীদের অনেকেই কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে সমস্যায় রয়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরের এসব হতদরিদ্র মানুষের কষ্ট হচ্ছে বেশি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছে শিশু, নারী, প্রতিবন্ধী ও বয়স্করা।
অন্যদিকে, শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া, কাশি, সর্দি, জ্বর ও ডায়রিয়াসহ নানা শীতজনিত রোগ-ব্যাধিতে। গত দুইদিন ধরে তাপমাত্রা কমতে থাকলেও শৈত্যপ্রবাহে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সূর্যের মুখ দেখা যায় না দিনভর। উত্তরের হিমেল হাওয়া বয়ে আসায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। চরাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ অতি দরিদ্র হওয়ায় তাদের প্রয়োজন শীতবস্ত্র।
ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর নদীর তীর ঘেঁষা সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, তার ইউনিয়নের ৩২টি গ্রামের মধ্যে ২০টি হচ্ছে দ্বীপচর ও নদ-নদী তীরবর্তী চরগ্রাম। তার এসব গ্রামে ১৫ হাজারের মতো মানুষের অধিকাংশ অতিদরিদ্র ও দিনমজুর।
তিনি বলেন, অনেকের শীত নিবারণের বস্ত্র কেনার সামর্থ্য না থাকায় কষ্ট পাচ্ছেন। এ পর্যন্ত সরকারিভাবে মাত্র ৪০০টি কম্বল পেয়েছেন যা প্রয়োজনের তুলনায় নগন্য।
সদরের হলোখানা ইউপি সদস্য বাকিনুর ইসলাম জানান, তার ওয়ার্ডে সরকারিভাবে মাত্র ১৫টি কম্বল দেয়া হয়েছে যা তিনি কম হওয়ায় গোপনে বিতরণ করেন। এ পর্যন্ত সরকারিভাবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ শীতবস্ত্র বিতরণ করা হলেও বেসরকারি সংস্থার উদ্যোগে বিতরণের উদ্যোগ তেমন নেই। ফলে প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র অপর্যাপ্ত।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইতোমধ্যেই জেলার ৯ উপজেলার ৭৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ৯ উপজেলার প্রত্যেকটিতে ৭ লাখ করে ৬৩ লাখ টাকা ও ৯ হাজার শুকনো খাবার প্যাকেট দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ জেলায় চরাঞ্চলের সংখ্যা বেশি হওয়ায় মন্ত্রণালয়ে আরও ব্যাপক চাহিদা দিয়ে বরাদ্দ চেয়েছি। অতি শীঘ্রই চলে আসবে।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর