শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে
কুড়িগ্রাম প্রতিনিধি
অনলাইন ভার্সন
কুড়িগ্রামে গত দুইদিন যাবত শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। শনিবার সকাল ৯টায় জেলার রাজারহাটে অবস্থিত কৃষি আবহাওয়া অফিস জানায়, জেলার তাপমাত্রা সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে। অফিসটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু শুক্রবার এ তাপমাত্রা সকাল ৯টায় রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, এরকম তাপমাত্রা আপ-ডাউন চলছে। আরও কমতে পারে জেলার তাপমাত্রা। এদিকে কনকনে শীতের হিমেল ঠাণ্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। প্রায় জুুবুথুবু অবস্থা এ অঞ্চলের মানুষের। হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে চরাঞ্চল ও নদ-নদী তীরবর্তী এলাকায় হতদরিদ্র মানুষ।শ্রমজীবীদের অনেকেই কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে সমস্যায় রয়েছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে চরের এসব হতদরিদ্র মানুষের কষ্ট হচ্ছে বেশি। সবচেয়ে বেশি কষ্টে পড়েছে শিশু, নারী, প্রতিবন্ধী ও বয়স্করা।
অন্যদিকে, শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া, কাশি, সর্দি, জ্বর ও ডায়রিয়াসহ নানা শীতজনিত রোগ-ব্যাধিতে। গত দুইদিন ধরে তাপমাত্রা কমতে থাকলেও শৈত্যপ্রবাহে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সূর্যের মুখ দেখা যায় না দিনভর। উত্তরের হিমেল হাওয়া বয়ে আসায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। চরাঞ্চলে বসবাসকারী অধিকাংশ মানুষ অতি দরিদ্র হওয়ায় তাদের প্রয়োজন শীতবস্ত্র।
ব্রহ্মপুত্র, দুধকুমার ও গঙ্গাধর নদীর তীর ঘেঁষা সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, তার ইউনিয়নের ৩২টি গ্রামের মধ্যে ২০টি হচ্ছে দ্বীপচর ও নদ-নদী তীরবর্তী চরগ্রাম। তার এসব গ্রামে ১৫ হাজারের মতো মানুষের অধিকাংশ অতিদরিদ্র ও দিনমজুর।
তিনি বলেন, অনেকের শীত নিবারণের বস্ত্র কেনার সামর্থ্য না থাকায় কষ্ট পাচ্ছেন। এ পর্যন্ত সরকারিভাবে মাত্র ৪০০টি কম্বল পেয়েছেন যা প্রয়োজনের তুলনায় নগন্য।
সদরের হলোখানা ইউপি সদস্য বাকিনুর ইসলাম জানান, তার ওয়ার্ডে সরকারিভাবে মাত্র ১৫টি কম্বল দেয়া হয়েছে যা তিনি কম হওয়ায় গোপনে বিতরণ করেন। এ পর্যন্ত সরকারিভাবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ শীতবস্ত্র বিতরণ করা হলেও বেসরকারি সংস্থার উদ্যোগে বিতরণের উদ্যোগ তেমন নেই। ফলে প্রয়োজনের তুলনায় শীতবস্ত্র অপর্যাপ্ত।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইতোমধ্যেই জেলার ৯ উপজেলার ৭৩টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও ৯ উপজেলার প্রত্যেকটিতে ৭ লাখ করে ৬৩ লাখ টাকা ও ৯ হাজার শুকনো খাবার প্যাকেট দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ জেলায় চরাঞ্চলের সংখ্যা বেশি হওয়ায় মন্ত্রণালয়ে আরও ব্যাপক চাহিদা দিয়ে বরাদ্দ চেয়েছি। অতি শীঘ্রই চলে আসবে।
বিডি প্রতিদিন/ফারজানা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার