ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ভালুকায় গণ সংবর্ধণা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার আঙ্গারগারা বাজারে ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ওই গণ সংবর্ধণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফ হোসাইন কাকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক শামছুল হক মনি, সদস্য আতাউর রহমান কামাল, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবুল, সখিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজন, শখিপুরের গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা হোসাইন মনির, মোহাম্মদ মহসিন, মাহমুুদুল হাসান আকাশ, মাহিবি হক মাহিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন