ফেনী পৌরসভার জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সারবার গত তিন সপ্তাহ ধরে বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। সার্ভার বন্ধ থাকায় পৌরবাসী তাদের প্রয়োজনে পাচ্ছে না জন্ম সনদ ও মৃত্যু সনদ। ডিসেম্বর মাসের শেষে প্রতিটি বিদ্যালয়ে ভর্তি হতে জন্ম সনদ বাধ্যবাধকতা হওয়ায় ছোট শিশুদের ভর্তি করানো যাচ্ছে না স্কুলে।
ফেনীর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জাহিদ হোসেন খসরু জানান, গত ১ ডিসেম্বর থেকে সার্ভার বন্ধ থাকার কারণে তিনি তার মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাচ্ছেন না। এই কারণে তিনি তার মেয়ের পাসপোর্ট করতে পারছেন না। অথচ পাসপোর্টটা খুবই জরুরী।
পৌরসভা থেকে বাচ্চাদের জন্ম সনদের সার্টিফিকেট না পেয়ে জনৈক লায়লা আক্তার, শামিম, আতিকসহ অনেকেই জানান, বিভিন্ন বিদ্যালয়ে বাচ্চাদের নতুন করে ভর্তির জন্য ভর্তি ফরম দেয়া অনেক আগে শুরু হয়েছে। ভর্তি ফরমের সাথে জন্মনিবন্ধন সার্টিফিকেট সব জায়গায় আবশ্যক। এই মুহুর্তে জন্মনিবন্ধন সার্টিফিকেট না পাওয়ায় আমরা হতাশ।
ফেনী পৌরসভার প্যানেল মেয়র-১ আশ্রাফুল আলম গিটার জানান, ঢাকা থেকে সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন সার্ভারের কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই।
পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণময় বনিক জানান, সার্ভার বন্ধ থাকায় ৮ ডিসেম্বর থেকে জন্ম-মৃত্যু সনদ দেয়া বন্ধ রয়েছে। আরো সপ্তাহ খানেক বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন