গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া ও অ্যাডভোকেট সফুরা বেগম রুমি।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আলীর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এছাড়া জেলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেসব নেতা ও সদস্য প্রয়াত হয়েছেন তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বিডি প্রতিদিন/এ মজুমদার