ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাচ্ছু মিয়া (৪৮) নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাচ্ছু মিয়া আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের কাসেম মিয়ার ছেলে। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের বাবা ছিলেন।
জানা গেছে, সাচ্ছু মিয়ার স্ত্রী দীর্ঘ দিন ধরে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বিষয়টি জানার পর তিনি স্ত্রীকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করেন। এ নিয়ে স্বামীর স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। সম্প্রতি তার স্ত্রী তাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। স্ত্রীর চলে যাওয়া সহ্য করতে না পেরে সোমবার সন্ধ্যায় তিনি বিষপান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
নিহত সাচ্ছু মিয়ার মামা ওমর খান বলেন, স্ত্রীর পরকীয়ার কারণে সাচ্ছু মিয়া সোমবার সন্ধ্যায় বিষপান করেন। চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার