কুড়িগ্রামে গত দুইদিন যাবত তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা দশমিক ২ ডিগ্রি বাড়লেও মৃদু শৈত্য প্রবাহ এখনো অব্যাহত রয়েছে। ফলে জনজীবনে ফিরে আসতে শুরু করেছে স্বস্তি।
জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গত দিনের চেয়ে সামান্য বেড়েছে। এভাবে আরো দুই একদিন তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানান তিনি।
মঙ্গলবার সকাল হওয়ার ঘণ্টা দুয়েক পর সূর্যের মুখ দেখা যায়। ফলে রোদে কিছুটা স্বস্তি মেলে। সেই সাথে আকাশে মেঘ না থাকায় দিনভর হালকা রোদ দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের উত্তাপও বাড়তে থাকে।
এদিকে, শীতজনিত রোগে প্রতিদিন জেলার জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে কাশি, সর্দি, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া ও অন্যান্য রোগ বালাইসহ শিশু ও বৃদ্ধরা। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ২০ জন রোগী।
বিডি প্রতিদিন/এমআই