ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে বুধবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস বিভাগ।
তবে প্রথমিকভাবে ২৫টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ইলিশা জংশন নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার পাল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন