দিনাজপুরের পার্বতীপুরে উত্তর শালন্দার হাইস্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ব্রিজ ভেঙে বালু বোঝাই একটি ট্রাক পড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া এলাকায় উত্তর শালন্দার হাইস্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে আঞ্চলিক সড়কে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া ছোট যমুনা নদীর ওপর ২০ গ্রামের একমাত্র ব্রিজ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার একটি বালু বোঝাই ট্রাক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ওই ব্রিজটি অতিক্রম করছিল। তখন ব্রিজ ভেঙে ট্রাকটি পড়ে যায়। তবে কেউ হতাহত হননি।
স্থানীয় ইউপি সদস্য মিনহাজুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে আসা পার্বতীপুর উপজেলার ওই ব্রিজের ওপর দিয়ে প্রায় ২৫ টন ওজনের বালু বোঝাই একটি ট্রাক নির্মাণাধীন পাওয়ার প্লান্টে নিয়ে যাওয়ার পথে সেতুটি ভেঙে পড়ে। ব্রিজের পাশেই একটি বড় বাজার আছে। এ ব্রিজ দিয়ে প্রায় ২০টি গ্রামের মানুষ হাটে কেনাবেচা করার জন্য আসেন। কিন্তু ব্রিজটির সাথে সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
পার্বতীপুর উপজেলা প্রকৌশলী আহসান হাবিব সাংবাদিকদের বলেন, ট্রাকটিতে অতিরিক্ত লোড থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭০ সালে বছিরবানিয়া-যশাইহাট সড়কে ৩০ মিটার ওই সেতুটি নির্মাণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ