ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ফরিদপুর র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে রবিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় সেখান থেকে আটক করা হয় ফরিদপুরের মধ্য আলীপুর এলাকার মৃত বারেক শেখের ছেলে তানজিদ শেখ (৩০), সদর উপজেলার চাদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের সোবহান সিকদারের ছেলে রেজাউল সিকদার (৩০) ও ফরিদপুর পৌরসভার শোভারামপুর এলাকার মৃত শেখ খলিলের ছেলে দেলোয়ার শেখ (৪০) কে।
এসময় তাদের কাছ থেকে ২শ ৯৩ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৪শ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের হেফাজতে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী স্থান থেকে ফেনসিডিল এনে তা দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকের মামলা হয়েছে। তিন আসামীকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন