শেরপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা ছাত্রলীগ সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন