মানিকগঞ্জের শীতার্তদের মাঝে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ৩০০ শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনর (ভুমি) জুয়েল আহমেদ, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন আবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুল হক তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মানিকগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সকলেই মাস্ক ব্যবহার করেন এবং স্বাস্থ্যবিধি মেনে কম্বল গ্রহণ করেন শীতার্ত ব্যক্তিরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ