বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার আওতাধীন গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় স্বাক্ষরিত পত্রে ঘোষণা করা হয়েছে।
গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে মিজানুর রহমান পান্না, সহসভাপতি আবু হানজেলা সরকার ছইম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহমেদ, সহসভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ উচ্ছাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রনি, সাংগঠনিক সম্পাদক মো. বায়োজিদ, নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সহসভাপতি আল নোমান নাদিম, জয়দেব চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শুভ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আলী, আবু তৌহিদ রাজিবকে ঘোষণা করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, আগামী ১ বছরের জন্য তিন উপজেলার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটির তৈরির বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন