সিলেটের বিশ্বনাথে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম আনফর আলী (২৩)। সে উপজেলার খাজান্সি ইউনিয়নের তবলপুর গ্রামের আবদুুল আহাদের ছেলে। বৃহস্পতিবার রাতে তবলপুর গ্রামের জনৈক মখলিছ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুুলিশ জানায়, আনফরকে গাঁজাসহ স্থানীয় জনতা আটক করে খরব দিলে পুুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা (মামলা নম্বার-৭) দেন থানা পুুলিশের এসআই দেবাশীষ শর্মা।
এ বিষয়ে কথা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোয়াজ্জেম বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন