ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পুরাতন বাসস্ট্যান্ডে ও ৭ নম্বর ওয়ার্ডের নেতৃত্বে ছোলনা রেলগেট এলাকায় দুটি পথসভা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, নাসির মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল রেজা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. লাল মিয়া, রশিদ শেখ প্রমুখ।
ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন বলেন, দলের মধ্যে আজ আমাদের কোনো ভেদাভেদ নেই। আমরা পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন চাই, এলাকার উন্নয়ন চাই। যদি আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী না হয় তাহলে উন্নয়ন স্থবির হয়ে যাবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার বলেন, আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া নির্বাচিত হলে নাগরিক সেবা আপনার দোড়গোড়ায় পৌঁছে যাবে এবং পৌরবাসী সকল সুবিধা পাবেন। উন্নয়নের দায়িত্ব শেখ হাসিনাই নেবেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগের সাবেক আহ্বায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এস রাহাদুল আক্তার তপন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক মো. আহাদুল করিম, যুবলীগ নেতা মো. মাসুদ মোল্যা প্রমুখ।
এ ছাড়া পৌর সদরের জেলা পরিষদ মার্কেটে রাত সাড়ে ৯টায় বোয়ালমারী ক্লাবের সদস্যদের সাথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা ও লিয়াকত সিকদার এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ