স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
`মন্ত্রী হিসেবে মো. তাজুল ইসলামের সাফল্যের দুই বছর পূর্তি' উপলক্ষে শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের সাফল্যের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’
অন্যায়, অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে সুশাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তা শুধরে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বরদাশত করা হবে না।’
“১৯৯৪ সালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে চারবার এমপি হয়েছি। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরকারের গুরুত্বপূর্ণ ‘এলজিআরডি’ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
নির্বাচনী এলাকার জনগণকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আপনাদের আন্তরিক সমর্থন, সহযোগিতা ও ভালোবাসায় আমি দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘আমার গ্রাম-আমার শহর’-সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা কাজ করে চলেছি। সারাদেশের উন্নয়ন পরিক্রমায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইসচেয়ারম্যান পড়শী সাহা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামকে রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ