বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জের গোদনাইল মেঘনা ডিপো শাখার উদ্যোগে মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় এ অনুষ্ঠান হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসসি। এতে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি হাজী মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মো. রুহুল আমিন মন্ডল ও নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যকর্মী জোট সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ