কক্সবাজারের রামুর ঈদগড় ও টেকনাফের সাবরাং থেকে পৃথক অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রামুর ঈদগড় থেকে এক লাখ ইয়াবাসহ হাফেজ আহমেদ (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় পাচার কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। আজ শনিবার সকাল পৌনে ১০ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। পরে আজ সকালে ঈদগড় থেকে আসা একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। পরে সিএনজি চালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।
অপরদিকে টেকনাফের সাবরাং ডেইলপাড়া থেকে ৪০ হাজার ইয়াবাসহ ২ জন মাদককারবারীকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। ইয়াবা সহ আটক নুরুল ইসলাম ও জামাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর