জামালপুরে অসহায় দরিদ্র শীতার্ত মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মোট ১ হাজার ২০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর অর্থায়নে জামালপুর পৌর মহিলা আওয়ামী লীগ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।
পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দলীয় নেতাকর্মীসহ সমাজের সকল বিত্তবানদের অসহায় দরিদ্র মানুষদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর