মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে শিখা খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিখা খাতুন কসবা গ্রামের প্রবাস ফেরত জুয়েল রানার স্ত্রী। আজ শনিবার সকাল ৯টার দিকে ঘর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় কসবা পুলিশ ক্যাম্পের সদস্যরা।
স্থানীয় বাসিন্দা বুদু মিয়া জানান, সকালে জুয়েল রানার বাড়িতে হইচই শুরু হয়। এরপর গ্রামের লোকজন সেখানে গিয়ে দেখে শিখার মরদেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। পরে গ্রামবাসী কসবা পুলিশ ক্যাম্পে খবর দিলে ব্যাম্পের পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান,পারিবাবিক কাজকর্ম নিয়ে শিখার শ্বাশুড়ির সাথে গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে শিখার কথা কাটাকাটি হয়। এরপর আজ শনিবার সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কসবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, মরেদহ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ