গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পালোয়ানবাড়ি এলাকায় মোটরসাইকেল ধাক্কায় বাকাত্তন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতেলে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধা উপজেলার পালোয়ানবাড়ি গ্রামের মৃত আমির আলীর স্ত্রী বাকাত্তন বেগম (৫২)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার পালোয়ান বাড়ি এলাকায় এক ব্যক্তির মোটসাইকেলের ধাক্কায় ওই বৃদ্ধা সড়কের মাঝে ছিটকে পড়ে যায়। এসময় ওই মোটরচালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী ঘটনা সত্যতা নিশ্চত করেছেন। এবিষয়ে দুপক্ষ এলাকায় বসে আপোষ মিমাংশা করেছে।
বিডি প্রতিদিন/হিমেল