মাত্র চার দিন আগে জ্যেষ্ঠ পুত্র বিয়োগের শোক কাটিয়ে উঠতে পারলেন না মা। চুয়াডাঙ্গার বিশিষ্ট শিক্ষাবিদ ফাতেমা-তুজ-জোহরা শনিবার (৯ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৫ জানুয়ারি ফাতেমা-তুজ-জোহরার জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুতে তিনি শোকাহত ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
প্রয়াত ফাতেমা-তুজ-জোহরা দীর্ঘকাল শিক্ষকতার পর চুয়াডাঙ্গা শহরের রাহেলা খাতুন গার্লস একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।
মেহেরপুরের খ্যাতনামা চিকিৎসক ও সমাজসেবী মরহুম ডাঃ জাফর আলী ও সাহার বানুর জ্যেষ্ঠ কন্যা ফাতেমা-তুজ-জোহরা, তের ভাই-বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। তার জন্ম ১৯৩২ খ্রিস্টাব্দে মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা গ্রামে মাতুলালয়ে।
শনিবার চুয়াডাঙ্গা কবরস্থান সংলগ্ন মসজিদে জোহরের নামাজের পর মরহুমা ফাতেমা-তুজ-জোহরা'র নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার আত্মীয়, প্রতিবেশী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীরা জানাজার নামাজে শরীক হন।
জানাজার পর চুয়াডাঙ্গা কবরস্থানে তার সদ্যপ্রয়াত পুত্রের কবরের পাশেই দাফন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা