ঢাকার ধামরাইয়ে পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে পৌরসভা চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বেনজীর আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিক আনোয়ার গুলশান, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও নবনির্বাচিত সকল কাউন্সিলরসহ স্থানীয় নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ