জমি-জমা ও টাকা নিয়ে বিরোধে আপন ছোট ভাই, চাচা ও শ্যালকের হাতে খুন হয়েছেন বগুড়ার শেরপুরের ইতালি গ্রামের ব্যবসায়ী ফরিদুল ইসলাম (৪৮)। গত ৫ জানুয়ারি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ৭ দিনের মাথায় পুলিশ এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামিরা হলেন, নিহতের সৎ শ্যালক ওমর ফারুক (৩৫), চাচা আব্দুর রাজ্জাক (৫৮), ভাতিজা ফারুক আহম্মেদ (৩০), আপন ছোট ভাই জিয়াউর রহমান জিয়া (৪০) ও তার স্ত্রী শাপলা খাতুন (৩৫)।
বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) বুধবার বেলা ১২ টায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, (অপরাধ) আব্দুর রশিদ, (ডিএসবি) মোতাহার হোসেন, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম, সদর থানার ওসি হুমায়ুন কবীর ও ডিবির ওসি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার