টাঙ্গাইলের ঘাটাইলে পাহাড়ের লাল মাটির টিলা কাটার অপরাধে আবু বকর সিদ্দিক নামে এক মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট অঞ্জন কুমার সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি এলাকায় পাহাড়ের লাল মাটির টিলা কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে উপজেলার জুগিয়াটেংগর গ্রামের মাটি ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে (৪০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আর পাহাড়ের লাল মাটি কাটবেন না বলে মুচলেকা প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাহাড়ের লাল মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
এলাকাবাসী জানায়, আবু বকর সিদ্দিক উপজেলার মলাজানি বাজার এলাকার পশ্চিম পার্শ্বে বিশালকৃতির লাল মাটির টিলা কেটে মাটি বিক্রি করে আসছিল। সে টিলা কেটে প্রায় ২০ লাখ টাকার মাটি বিক্রি করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা