মেহেরপুর মুজিবনগরে ৪৪ বোতল ফেন্সিডিলসহ রাজু আহমেদ (৩৫) ও তার বোন কামিনী খাতুনকে (৩৮) আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আজ বুধবার বিকালে তাদের আটক করে পুলিশ।
মুজিবনগর থানার ওসি আবুল হাশেম জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার দাড়িয়া পুর কালিতলা রাস্তার মোড়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় পুজির নগর থানা পুলিশ। এ সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোমিনুর রহমান ও এএসআই নাজমুল হাসান অভিযান চালিয়ে রাজু আহমেদ ও কামিনী খাতুনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা ল্যাপটপের ব্যাগ তল্লাশি চালিয়ে থেকে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত রাজু আহমেদ ও কামিনী খাতুনের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার