টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালিরচালা গ্রামে চুরির অপবাদে আদিবাসী নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ ও মানববন্ধন ও অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী কোচ ইউনিয়নের যুগ্ম আহবায়ক রতন চন্দ্র কোচ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সহ-সভাপতি শ্রী চন্দন কোচ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির জন জেত্রা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক ফাতেমা বিথী, সার্ক মানবাধিকার এর টাঙ্গাইল জেলার সভাপতি অনিক রহমান বুলবুল প্রমুখ।
বক্তারা সন্ধ্যার রানীর ওপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং তার পরিবারের নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
আসামিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। তা না হলে থানা ঘেরাও, রাজপথ অবরোধসহ পরবর্তীতে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়ার মধ্যে দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।
এদিকে সন্ধ্যা রানীর মামলা করার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। নিরাপত্তার ভয়ে তিনি বাড়িও ফিরতে পারেননি।
মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল সাগরদিঘি তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো.জাকির হোসেন বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। তাদের ধরতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আশা করছি, তারা দ্রুতই ধরা পড়বে।
প্রসঙ্গত, আদিবাসী ওই নারীকে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে তারই প্রতিবেশী মনিরুল গং। এ সময় পাশেই ওই নারীর ছয় মাসের ছেলে পলাশ ক্ষুধায় কাঁদছিল।
বিডি প্রতিদিন/ফারজানা