রাজশাহীর চারঘাট ও পুঠিয়া উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে মাইকিং করে মারামারি ও একজন নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিবপুর গ্রামবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে শিবপুর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
গত শনিবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। এতে শিবপুরের রেজাউল ইসলাম (৫৫) নিহত হন। আসামিদের পুলিশ এখনও গ্রেফতার করেনি অভিযোগ করে এই মানববন্ধন করা হয়।
এতে শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিহতের স্ত্রী ও সন্তানরা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/কালাম