নোয়াখালীর সুবর্ণচর থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত খোকনকে (৫০) আটক করেছে চরজব্বর থানা পুলিশ। আটককৃত খোকন লক্ষীপুর জেলার রামগতি উপজেলার গজারিয়া এলাকার ইসলাম মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টায় খোকনকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চরহাসান গ্রামের ভুইঞারহাট থেকে তাকে আটক করে পুলিশ। সে চরজব্বর থানার একটি অস্ত্র মামলার আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে ডাকাতিরও অভিযোগ রয়েছে।
চরজব্বর থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম খলিল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        