২৬ জানুয়ারি, ২০২১ ১৩:০৯

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সকাল ৮ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ২টি ফেরি। সাড়ে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পরে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। 

কুয়াশা কেটে আজ সকাল  ৮টা থেকে  ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়ার অঞ্চলের (বাণিজ্য শাখার) সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘন কুয়াশায় মাঝ নদীতে ২টি ফেরি আটকে পড়ে। আজ সকাল ৮টার দিকে কুয়াশা কমে আসলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে কয়েকশ' যানবাহন পারের অপেক্ষায় আটকা পড়ে। এই নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরি রয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর