সদর উপজেলার ইসলামবাড়ি এলাকা থেকে শুকুর আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে খবর পেয়ে তার নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর থানার ওসি জানান, বৃদ্ধের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করি। শুকুর আলী ইসলাবাড়ি এলাকার মৃত কাচেব আলীর ছেলে।
প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি হতাশা জনিত কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর