শিরোনাম
২৮ জানুয়ারি, ২০২১ ১৮:০৯

রায়গঞ্জে আদিবাসীদের মধ্যে ক্রসব্রিড বকনা বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

রায়গঞ্জে আদিবাসীদের মধ্যে ক্রসব্রিড বকনা বিতরণ

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়তায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১১২জন সুফলভোগী আদাবসীদের মাধ্যে উন্নত জাতের  ক্রসব্রিড বকনা বাছুর ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ প্রাণী সম্পদ কার্যালয়ে রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ আদিবাসীদের হাতে বকনা বাছুর ও খাদ্যসামগ্রী তুলে দেন। 

এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আখতারুজ্জামান ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাসসহ প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর