গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপা পড়ে আব্দুল হাই ফকির (৬৫)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নিশাতলা মোড়ে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ