ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোররাত ৩টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন বলেন, ভোররাতে কুয়াশা পড়তে থাকলে পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে চলাচল বন্ধ রাখা হয়। তাছাড়া ঘাট ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মা নোঙর করে আছে এখন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন