ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ করে রাখায় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় তিনটি ফেরি। এর ফলে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারও যানবাহনের যাত্রী ও শ্রমিকদের।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়া শুরু হয়। এরপর কুয়াশা বেশি পড়তে থাকলে ফেরি চলার চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌ রুটের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
চরম ভোগান্তিতে পড়েছেন ফেরিতে আটকেপড়া ও পদ্মা পারের অপেক্ষায় আটকে থাকা যানগুলোর যাত্রীরা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন