ঘন কুয়াশার কারণে টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশকোচসহ কয়েকশ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে। কুয়াশা কেটে যাওয়া সকাল ৯টায় নৌযান চলাচল শুরু করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন