ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবার চালু হয়েছে ফেরি চলাচল। শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বন্ধ ছিলো ফেরি চলাচল।
ঘন কুয়াশার কারণে বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোরে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শত শত যান। তবে কুয়াশা কেটে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন