গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কালামপুর এলাকায় গত ১১ তারিখে আগুনে পুড়ে ৪ জন নিহতসহ ৬৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
পৌরসভার সহযোগিতায় শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩ লাখ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র শামসুল আলম সরকার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম,নং ৮ ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, মহিলা কাউন্সিলর মমতাজ বেগমসহ বিভিন্ন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার এসেসর খন্দকার এ মামুন, কর আদায়কারী তোফাজ্জল হোসেন, সড়ক বাতি পরিদর্শক আরিফ হোসেন, মোয়াজ্জেম হোসেন, ফারুক হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন