দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বসার চেয়ারসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে দিয়েছেন একই ইউনিয়নের বর্তমান ১ নং ইউপি সদস্য সিরাজুল ইসলাম। শনিবার বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে ওই ইউপি সদস্য সিরাজুল ইসলাম বাজারের ইউনিয়ন ভবনের ভেতর থেকে একটি চেয়ারসহ কিছু কাগজপত্র বের করে নিয়ে আসে। পরে তিন মাথা মোড়ে সাজ্জাদ ডাক্তারের ওষুধের দোকানের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, শনিবার সকালে তথ্য সেবাকেন্দ্রের সাখোয়াত হোসেনের মাধ্যমে জানতে পারি ইউপি সদস্য সিরাজুল ইসলাম কাটলা বাজারের পুরাতন ইউনিয়ন ভবনের ভেতর থেকে সবার চেয়ার এবং সচিব সাহেবের ঘর থেকে রেজুলেশন খাতাসহ গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। পরে বাজারের গোডাউন মোড় তিনমাথা এলাকায় চেয়ারের ওপর কাগজ রেখে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, অফিসের চেয়ার ছাড়াও লাঠি দিয়ে টেবিলের কাঁচ ভেঙে ফেলে। এ ঘটনায় মামলার পুরুস্তুতি চলছে।
আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে পরিষদের বিভিন্ন প্রকার ভাতাসহ অনেক অনিয়ম করে আসছিলেন ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। কয়েক দিন আগে বিধবা ভাতার কার্ডগুলো কবজায় নিয়ে নিজের পছন্দের ব্যক্তিদের প্রদান করছিলেন। ভাতার কার্ডগুলো পরিষদের কোন সদস্যদের মনোনিত ব্যক্তিদের দেওয়া হচ্ছেনা।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পোড়ানো চেয়ারটি উদ্ধার করা পরিষদে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন