বগুড়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাহসিন উদ্দিন (৬৫)। তিনি শেরপুর উপজেলার বাসিন্দা। জেলায় এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেল ২৪৫ জন।
রবিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টিএমএসএস হাসপাতালে পরীক্ষা করা ৫৩টি নমুনায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। করোনামুক্ত দিন পার হলেও পূর্বে আক্রান্ত হওয়া শেরপুরের তাহসিন উদ্দিন বগুড়া মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৫৩৯ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪৫ জনের। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ৮৯ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন