নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে প্রাইভেট কার চাপায় নীরব নামের ১১ বছরের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক এলাকায় সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কার চাপায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
শিশুটি স্থানীয় বাগরা গ্রামের আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নেত্রকোনা থেকে ময়মনসিংহ গামী প্রাইভেট কারটি জব্দ করে শ্যামগঞ্জ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো. সোহেল রানা বলেন, ঘটনার পরপরই উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ফেলে। আমাদের শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ এসে প্রাইভেট কারটি জব্দ করে ও চালককে আটক করে নিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে দেয়া হবে। আইন অনুযায়ী আটকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার