কিশোরগঞ্জের ইটনা উপজেলার ৯টি ইউনিয়নে ৪ হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইটনা উপজেলা জেটিঘাটে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, আমার নির্বাচনী এলাকার তিন উপজেলাতে অন্যান্য সময় সরকারি এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ করলেও তিন উপজেলার ২৪ টি ইউনিয়নের অসহায় শীতার্থদের জন্য ১২ হাজার ৬০০ কম্বল আমি আমার নিজ উদ্যোগে বিতরণের জন্য নিয়ে এসেছি। এর মধ্যে বুধবার মিঠামইনে উপজেলার ৭টি ইউনিয়নে বিতরণ করেছি ৩ হাজার কম্বল, আর ইটনা উপজেলার ৯ টি ইউনিয়নের অসহায় শীতার্তদের জন্য ৪ হাজার কম্বল নিয়ে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরার উদ্দীন ঠাকুর খসরু প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন